সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ ২০২৩ । লাইট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে - Technical Alamin
ফ্রি প্রশিক্ষণ ২০২৫

সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ ২০২৩ । লাইট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের মোট ১৩টি প্রতিষ্ঠানে লাইট বা সাধারণ ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ প্রদান করা হবে-এ সব প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ ভাবে উক্ত কোর্সের জন্য প্রস্তুত করা হয়েছে – সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ ২০২৩

বিভিন্ন টিটিসিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রশিক্ষণ – বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্প খাত হিসাবে ঘোষিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তির চাহিদা পূরনের লক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের সহযোগীতায় “স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)” শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রি ওনার্স এসোসিয়েশন (BEIOA) এর তত্ত্বাবধনে লিখিত ট্রেনিং ইন্সটিটিউট সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন আহব্বান করা হয়েছে। SEIP ট্রেনিং কোর্স ২০২৩ । টিটিসিতে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

কেন এ প্রশিক্ষণগুলো নিবেন? নারী, ক্ষুদ্র নৃ গোষ্ঠি, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে।প্রশিক্ষনার্থীদের বয়সসীমা : ১৬ থেকে ৪৫ বছর। প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হবে। এ কোর্সগুলো শেষে ভাতা পাওয়া যাবে এবং ভাল ফলাফল করা প্রশিক্ষণার্থীদেরকে চাকরি প্রদান করা হবে। ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৩ । মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

স্বল্প শিক্ষিত ও মেধাবী ডিপ্লোমাধারী স্টুডেন্টগণ এসব কোর্সে ভর্তি হয়ে দক্ষ হয়ে উঠতে পারেন। এছাড়া প্রশিক্ষণে টিএ ডিএ ও ভাতা প্রদান করা হবে ফলে বেকারদের কোন অর্থ ব্যয় করতে হবে না। সিইপ সরকারি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ হওয়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির সুযোগও রয়েছে। পলিসি এনালাইসিস শীর্ষক SEIP প্রশিক্ষণ কোর্স ২০২৩ । যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন ৬০০ টাকা

ওয়েল্ডিং ও মেশিন সপ প্র্যাকটিস ছাড়া আর কি কি শেখানো হবে? / রি-ফ্রিজারেশন ও ইলেকট্রিক কাজে প্রশিক্ষণ প্রদান করা হবে

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সরকার ও সিইপ প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ তাই দক্ষ জনবল বের হবে।

সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ ২০২৩ । লাইট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে

Caption: Source of information

ফ্রি প্রশিক্ষণ গ্রহণের প্রতিষ্ঠানের তালিকা ২০২৩ । যে সমস্ত প্রতিষ্ঠানে কোর্সগুলো করতে পারবেন

  1. বাইওয়া লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, প্যারাডাইস ভবন, ২ ভোল্ডার স্ট্রীট, ওয়ারি, ঢাকা।
  2. বাইওয়া লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, ১৫২ ডিট্রিলারি রোড (কাঠের পুল) গেন্ডারিয়া, ঢাকা।
  3. কার্পাস ট্রেনিং ইনস্টিউট, সরকার মার্কেট, মানিকগঞ্জপাড়া, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।
  4. ডলফিন ট্রেনিং সেন্টার, বাংলাবাজার, নরসিংহপুর, সাভার ঢাকা।
  5. ইউসেপ রাজশাহী TVET ইনস্টিটিউট, পবা, রাজশাহী
  6. ইউসেপ হাফিজ মজুমদার TVET ইনস্টিটিউট, বটেশ্বর, খদিমনগর, সিলেট
  7. ইউসেপ মহসিন TVET ইনস্টিটিউট, বয়রা, খুলনা।
  8. ইউসেপ একে খান TVET ইনস্টিটিউট, কালুরঘাট, চট্টগ্রাম
  9. এ বি সি বাংলাদেশ-তার্কিশ টেকনিক্যাল স্কুল, দৌলতপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
  10. সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, মিরপুর-৬, ঢাকা।
  11. টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, (বিটাক) তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
  12. ব্র্যাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট
  13. (ব্র্যাক- আইএসডি) হজ ক্যাম্পের বিপরীতে, আশকোনা, উত্তরা, ঢাকা-১২৩০

কোর্সে ভর্তি কি কি কাগজপত্র লাগবে?

আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সরাসরি যোগাযোগ করে আবেদন করার অনুরোধ করা হয়েছে। ভর্তির সময় আবশ্যক – ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। যোগাযোগের ঠিকানা- বাইওয়া-সেইপ প্রজেক্ট, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রীট, ওয়ারি, ঢাকা।

বাইওয়া-সেইপ প্রজেক্ট । সম্পূর্ন বিনামূল্যে ১৩৫০০ টাকা বৃত্তিসহ প্রশিক্ষন কোর্স প্রদান করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *