অনলাইনে এনআইডি কার্ড যাচাই পদ্ধতি

আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd

অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করা যায় – আপনি চাইলে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন বা নতুন ভোটার হওয়ার আবেদন করতে পারেন – NID Check BD

National ID Check  – NID Card Online Check 2022 । জাতীয় পরিচয় পত্র অনলাইন যাচাই পদ্ধতি হিসাবে ভোটার তথ্য নামে একটি মেন্যু ছিল কিন্তু বর্তমানে তা সচল নয়। এজন্য আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেকে গিয়ে আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড ভূয়া কিনা তা যাচাই করতে পারেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে www.nidw.gov.bd লিংকে প্রবেশ করে Smart Card Status স্ট্যাটাস মেন্যু বা লিংকে ক্লিক করলেই একটি পেইজ আসবে সেখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিয়ে ক্যাপচা টাইপ করে সাবমিটে ক্লিক করলেই ঠিকানা দেখাবে। যদি ভুয়া এনআইডি হয় তবে কোন তথ্য দেখাবে না বা আপনার হাতে পাওয়া এনআইডি’র সাথে কোন মিল পাবেন না। আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd

services.nidw.gov.bd/voter_center ভোটার তথ্য দেখার লিংকটি এই মুহুর্তে অকার্যকর রয়েছে। পরবর্তীতে হয়তো কর্তৃপক্ষ এটি সচল করবে। তখন হয়তো আরও সহজেই আপনি আপনার বা অন্যের ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। NID Check । মোবাইলেই জাতীয় পরিচয়পত্র যাচাই করুন

স্মার্ট কার্ড চেক করার উপায় / আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড সঠিক কিনা তা যাচাই করতে পারেন।

www.nidw.gov.bd এটি হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের জাতীয় পোর্টাল যেখানে আপনি এনআইডি সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন।

স্মার্ট কার্ড চেক

Caption: Bangladesh Election Commission Web Portal, Help Line 105

How to check NID from online Process 2022

  1. Do google by NIDW
  2. Clcik Election Commission Bangladesh from google search results
  3. Now Click Smart Card Status and you will be redirected to new page
  4. Input NID and Date of Birth
  5. Complete Captcha Entry
  6. Click সাবমিট
  7. done

সঠিক আইডি কার্ড চেক করার উপায় কি?

ভূয়া এনআইডি শনাক্ত – বর্তমানে ব্যাংক, বীমা ও সরকারি দপ্তর গুলোতে আইবাস++ এর সাথে ইলেকশন কমিশনের সার্ভারের সংযুক্তি থাকায় কোন ভাবেই ভূয়া বা অকার্যকর এনআইডি ব্যবহার করে সেবা নেয়া যাবে না। ইনভ্যালিড এনআইডি বা ভূয়া এনআইডি ব্যবহার করে ব্যাংক ঋণ বা ঋণের জামানতও হওয়া যাবে না। তাই সঠিক তথ্য সব স্থানে নিশ্চিত করতে অবশ্যই অনলাইনে আইডি কার্ড যাচাই করে নিন।

Nid card Services nidw gov bd । আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check

96 comments

          1. NID< Space>Form Number লিখে ১০৫ নম্বরে ম্যাসেজ করেও জানতে পারেন আপনার এনআইডি তথ্য সার্ভারে আপলোড হয়েছে কিনা।

        1. আসসালামু আলাইকুম। আমি গত ৫-৭-২০২২ এ আইডি কার্ডর জন্য ছবি, ফিঙ্গারপ্রিন্ট, সহ যা যা দরকার সব দিছি, আমার ২ মাস হয়ে যাচ্ছে এখনো অনলাইন হয়নি। এখন আমি কি করবো?

          ফ্রম নম্বর 112348203
          জন্মতারিখ ০১-০২-২০০২

          1. অনুগ্রহ করে অপেক্ষা করুন। এ মাস শেষে পেয়ে যেতে পারেন।

          1. অনুগ্রহ করে অপেক্ষা করুন। সার্ভারে তথ্য এখনও আপলোড হয়নি

          1. জানুয়ারিতে খসড়া তালিকা আসবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

          1. ডিসেম্বরেই পেতে পারেন। অন্যথায় জানুয়ারিতে খসড়া তালিকায় অবশ্যই পাবেন

          1. এখনও তথ্য ভেরিফাই হয়নি। অনুগ্রহ করে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

    1. আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারেন।

  1. আমি ২/৩ মাস আগে অনলাইন এ এন আইডি কার্ড এর আবেদন করি কিন্তু আমার একটু সমস্যার জন্য কাগজ গুলা জমা করা হয় নাই এখন কি আমি সেই কাগজ জমা করতে পারব

    1. নাকি নতুন করে আবার আবেদন করতে হবে

      1. প্রতিটি আবেদনের জন্য আপডেট তথ্য মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে পাবেন।

  2. আমার এনআইডি কার্ডের জন্ম মাস ভুল ছিল অনলাইনে সঠিক তথ্য দিয়েছে এটা সমাধান হতে কত সময় লাগবে এটা আর কি জানতে চাচ্ছিলাম nid নম্বর4204239612

    1. ১-২ মাস লেগে যায়। অনলাইনে আবেদনের সংখ্যা বা পরিমাণ অনেক বেশি তাই অপেক্ষা করতে হবে।

  3. আমি NID কাডের জন্য আবেদন করছি কিন্তুু কেনো sms আসে নাই …. এখন আমি কি করবো

    1. বর্তমানে এনআইডি কাজের খুবই চাপ। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

  4. আমার আইডি ঢাকা করিছি। পরে পরিবর্তন করে রামগজ্ঞ উপজেলায় ভাদূর গ্রামে ভোটার হই। এখন আমি smart card কোথায় থেকে সংগ্রহ করব দয়াকরে বলবেন।

    1. এই মুহুর্তে পুন: স্মাট কার্ড প্রিন্টিং বন্ধ আছে। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে বের করে নিন বা ডাউনলোড করে নিন।

      1. স্যার আমি নতুন ভোট লেখাইছি কিন্তু ছবি তুলি নাই,,,,কখন কোথায় ছবি তুলতে পারবো জানাবেন প্লিজ

        1. আপনার এলাকায় সিডিউল মোতাবেক ছবি তুলবেন। ম্যাসেজ আসবে আপনার ফোনে।

  5. Sir
    Ami NID affliction fail joma korchi ek nash hoye geche online hote kotodin lagbe??

  6. আমি আইডি কাড করতে দিছি ২২/৬/২০২২
    আমার ফরম নাম্বার ১৪১৮৭৩৪৯৩
    জন্ম তারিখ ১৬/১/১৯৯৭

    1. অনুগ্রহ করে অপেক্ষা করুন। সার্ভারে ডাটা আপলোড হয়নি।

  7. প্রিয় স্যার আসালামুয়ালাইকুম ২৩ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে দোয়ারাবাজার উপজেলার ৪ নং মাঁনারগাও নতুন ভোটার তালিকায় ছবি উঠি স্যার। কিন্তু একনও এসএমএস আসেনি স্যার আমার নামঃ মাছুম আহমেদ হৃদয় Masum Ahmed Ridoy স্যার আমার ফরম নাম্বার 152019866

    1. জন্ম তারিখ লাগবে। আপনি নিজেই কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবেন।

      1. স্যার আমার জন্মতারিখ ০১-০৫-২০০২

    2. প্রিয় স্যার আসালামুয়ালাইকুম ২৩ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে দোয়ারাবাজার উপজেলার ৪ নং মাঁনারগাও নতুন ভোটার তালিকায় ছবি উঠি স্যার। কিন্তু একনও এসএমএস আসেনি স্যার আমার নামঃ মাছুম আহমেদ হৃদয় Masum Ahmed Ridoy স্যার আমার ফরম নাম্বার 152019866

  8. আসসালামুয়ালাইকুম স্যার,
    আমি বিগত ২৩ সেপ্টেম্বর ২০২২ সালে দোয়ারাবাজার উপজেলা ৪ নং মাঁনারগাও ইউনিয়ন পরিষদে নতুন ভোটার তালিকায় ছবি উঠি।
    স্যার একনও আমার আইডি কার্ড অনলাইনে আসেনি স্যার।
    স্যার একন আমার আইডি কার্ডের খুব প্রয়োজন।
    স্যার আসা করি আপনি আমার অনুরুধ টুকু রাখবেন।
    স্যার আমার ফরম নাম্বারঃ 152019866
    মাছুম আহমেদ হৃদয়
    Masum Ahmed Ridoy
    স্যার আমার জন্ম তারিখঃ০১-০৫-২০০২
    স্যার এসএমএস এর ২৫ দিনের ওপরে

    1. এখনও তথ্য ভেরিফাই করে সার্ভারে আপলোড হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে।

  9. আসসালামুয়ালাইকুম স্যার,
    আমি বিগত ২৩ সেপ্টেম্বর ২০২২ সালে দোয়ারাবাজার উপজেলা ৪ নং মাঁনারগাও ইউনিয়ন পরিষদে নতুন ভোটার তালিকায় ছবি উঠি।
    স্যার একনও আমার আইডি কার্ড অনলাইনে আসেনি স্যার।
    স্যার একন আমার আইডি কার্ডের খুব প্রয়োজন।
    স্যার আসা করি আপনি আমার অনুরুধ টুকু রাখবেন।
    স্যার আমার ফরম নাম্বারঃ 152019866
    মাছুম আহমেদ হৃদয়
    Masum Ahmed Ridoy
    স্যার আমার জন্ম তারিখঃ০১-০৫-২০০২

  10. আমার আম্মুর স্মার্ট কার্ডের ইংলিশ নামের বানান ভুল আছে ।এখন কি করতে হবে ?অনলাইন সংশোধন করব না নির্বাচন অফিসে যাব?

    1. অনলাইনেই সংশোধন আবেদন করতে পারবেন। নামের বানান ভুলে একটি ডকুমেন্ট সাবমিট করলেই হয়ে যাবে। ইনশাল্লাহ

  11. আমার এন আইডি কার্ডের এসেমেস পেয়েছি আজকে কিন্তু অনলাইন কপি ডাউনলোড করতে গেলে ভুল দেখাচ্ছে

    1. আপনার তথ্য এখনও ভেরিফাইড হয়নি । আপনি অনুগ্রহ করে জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *