জন্ম নিবন্ধন সাইটে একটু পরিবর্তন আনা হয়েছে – Visit: https://bdris.gov.bd – জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ২০২৪
জন্ম নিবন্ধন ২০২৩ – জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে। প্রথম জন্ম নিবন্ধনের অধিকার জাতিসংঘের শিশু সনদে (ইংরেজি: Convention on the Rights of the Child – CRC) স্পষ্ট উল্লেখ আছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮
জন্ম নিবন্ধনের মধ্যদিয়ে একটি শিশু একটি নাম লাভ করে যা সারাজীবন তাকে একটি পরিচিতি দেয়। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্বও লাভ করে।জন্মসনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে সরকার নতুন করে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনটি ৩ জুলাই ২০০৬ থেকে কার্যকর করা হয়েছে। জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্দেশিকা ২০২১
জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্মনিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট দেবেন।ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে ২০১০ সাল থেকে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সারাদেশে সরাসরি জন্ম নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে দেশের ৫৫ টি জেলায় ও বিদেশে অবস্থিত বাংলাদেশের ১৭ টি দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৩ সাল পর্যন্ত প্রায় শতভাগ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় এসেছে। প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন FAQ
bdris gov bd / https://bdris.gov.bd/br/application
নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হলে আপনি অবশ্যই bdris.gov.bd লিংক ভিজিট করবেন। জন্ম নিবন্ধন সাইটের পুরনো লুকিং টা পরিবর্তন করা হয়েছে একটু।
Birth and Death Registration Main Office: Office of the Registrar General, Birth and Death Registration, Local Government Division, Paribahan Pool, 9th floor, Secretariat, Dhaka. mail at [email protected] for any information.
https://bdris.gov.bd সাইট হতে যে সেবাগুলো পাওয়া যায়।
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
- জন্ম নিবন্ধন যাচাই
- জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
- জন্ম নিবন্ধন সংশোধন
- জন্ম নিবন্ধন নতুন লিংক
- জন্ম নিবন্ধন আবেদন যাচাই
- জন্ম নিবন্ধন স্থানীয় সরকার
- জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
- মৃত্যু নিবন্ধন যাচাই
- মৃত্যু নিবন্ধন আবেদন
- ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ
- মৃত্যু সনদ কিভাবে করব
- মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন
- মৃত্যু নিবন্ধন ফি
- মৃত্যু নিবন্ধন আবেদন ফরম 2022
- মৃত্যু নিবন্ধন ফরম
কত বছর বয়সে জন্ম নিবন্ধন করতে হয়?
জন্ম নিবন্ধনের নতুন গেজেটে জন্ম নিবন্ধন ফি নেওয়া হচ্ছে– আপনার শিশুর ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করুন। আপনার শিশুর জন্মনিবন্ধন করার জন্য শিশুর জন্মের ৪৫দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে অথবা ইউনিয়ন পরিষদের ওয়েব ঠিকানায় জন্মনিবন্ধন ফরম সংরক্ষন করুন। জন্মনিবন্ধন করতে যা সাথে নিয়ে আসবেন। শিশুর টিটি টিকার কার্ডের ফটোকপি। পিতা, মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। জন্ম নিবন্ধন ফরমটি নিভূল ভাবে পূরন করুন বাংলা এবং ইরেজী অক্ষরে। জন্ম নিবন্ধন ফরমটি পূরন করে নিজ ওয়াডের মেম্বার, ইউ.পি সচিব, এবং চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে সত্যতা যাচাই করুন। উপরের সবগুলো কাজ সম্পন্ন হলে ইউ.পি সচিবের সাথে যোগাযোগ করুন।
বিশেষ দ্রষ্টব্য: পিতার জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ তাদের জন্য নিবন্ধন ছাড়া সন্তানের জন্য নিবন্ধন করা যায় না।
e verify bdris gov bd । এক ক্লিকেই জন্ম নিবন্ধন ভেরিফাই করা যায়?
Yeah