জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেয়ে বা পুড়ে গেলে আপনি প্রতিলিপির জন্য আবেদন করতে পারবেন– নষ্ট হয়ে যাওয়া জন্ম নিবন্ধনের জন্য আবেদন ২০২২ – ডুপ্লিকেট জন্ম সনদ
জন্ম নিবন্ধন প্রতিলিপি– নিবন্ধিত কোন ব্যক্তির সনদ হারাইয়া গেলে বা নষ্ট হইলে, নিবন্ধক , উপ-বিধি (২) ও (৩) এর বিধান সাপেক্ষে জমনি ফরম-৭ অনুযায়ী উক্ত ব্যক্তির আবেদন প্রাপ্তির ৭(সাত) কার্য দিবসের মধ্যে জমনি ফরম ফরম-৩ ও জমনি ফরম-৬ অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রতিলিপি প্রদান করিবেন। জন্ম-ও-মৃত্যু-নিবন্ধন-বিধিমালা-২০১৮
প্রতিলিপি সনদের উপরিভাগে প্রতিলিপি বা Duplicate শব্দটি এবং, ক্ষেত্রমত, সংশোধিত সনদের ক্ষেত্রে সংশোধিত শব্দটি উল্লেখ থাকিবে এবং প্রথম বার জন্ম বা মৃত্যু নিবন্ধন সনদ যে তারিখে ইস্যু হইয়াছে প্রতিলিপি সনদ ইস্যুর সেই তারিখ বহাল থাকিবে ও প্রতিলিপি সনদ ইস্যুর তারিখ লিপিবদ্ধ করিতে হইবে। জন্ম-ও-মৃত্যু-নিবন্ধন-বিধিমালা-২০১৮
উপবিধি (৩) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধন সনদের প্রতিলিপি প্রস্তুত করিবেন এবং আবেদনকারীর অংশ গ্রহণ করিয়া সনদের প্রতিলিপি আবেদনকারীর নিকট হস্তান্তরের ব্যবস্থা করিবেন। জন্ম-ও-মৃত্যু-নিবন্ধন-বিধিমালা-২০১৮
জন্ম/মৃত্যু সনদের প্রতিলিপির জন্য আবেদন ২০২২ / হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জন্ম নিবন্ধন কপি সংগ্রহ পদ্ধতি ২০২২
নিচের ফরম পূরণ করে ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র জমা দিন।
Caption: জমিনি ফরম নং-৭/ ডুপ্লিকেট বা প্রতিলিপি সংগ্রহ ফরম ২০২২
ফিস প্রদান সাপেক্ষে কোন ব্যক্তি জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রতিলিপির জন্য নিবন্ধকের নিকট আবেদন করার যোগ্য?
- যাহার জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হইবে তাহার বয়স ১৮ (আঠার) বৎসর বা তদুর্ধ্ব হইলে তিনি স্বয়ং তথা নিজ অথবা
- জন্ম তথ্য প্রদানকারী; অথবা
- মৃত্যু তথ্য প্রদানকারী; অথবা
- জন্ম বা মৃত্যু তথ্য দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি।
যে কেউ কি প্রতিলিপি সংগ্রহ করিতে পরিবেন?
না – উপ-বিধি (২) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধক যদি নিশ্চিত হন যে, উক্ত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা হইয়াছে এবং ফিস প্রদান করা হইয়াছে তাহা হইলে তিনি আবেদনকারীর অংশ স্বাক্ষরপূর্বক উহার আবেদনকারীকে হস্তান্তর করিবেন।
জন্ম/মৃত্যু সনদের প্রতিলিপির জন্য আবেদন ২০২২: ডাউনলোড