income tax statement from ibas++ – আইবাস++ হতে আয়কর কর্তন সংগ্রহ করা যায়। প্রতি মাসে একটি অর্থ বছরে ঠিক কত টাকা কর্তন করেছেন তার একটি স্টেটমেন্ট বা আয়কর কর্তন প্রত্যয়ন পত্র আপনি অনলাইনে আইবাস++ হতেই সংগ্রহ করতে পারেন। আজ আমরা দেখবো ঠিক কিভাবে Income Tax Statement সংগ্রহ করা যায়।

আপনি যদি একজন গেজেটেড অফিসার বা সেল্ফ ড্রায়িং অফিসার হউন তবে আপনার আইবাস++ আইডি ও পাসওয়ার্ড রয়েছে সেটি ব্যবহার করে আইবাস++ এ লগিন করুন। Pay bill Reports click> Select My Income Tax Statement> Fiscal Year 2021-22> English Language> Click Run Report> done

আইবাস++ এর এই আয়কর কর্তন প্রত্যয়নপত্রটিতে হিসাবরক্ষণ অফিসের কোন স্বাক্ষর প্রয়োজন পড়বে না। এটি যেহেতু অনলাইন হতে অটো জেনারেটেড তাই আপনি খুব সহজেই এটি আয়কর প্রদানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মোট কথা কোন হ্যাসেল ছাড়াই আপনি আইবাস++ হতে বেতন ভাতাদির আয়কর পরিশোধের ক্ষেত্রে প্রমানক বা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন।

আইবাস++ হতে আয়কর কর্তন প্রত্যয়নপত্র সংগ্রহ / Income tax Statement collect from ibas++ 2021-22

Tax Deduction Certificate 2021-22

income tax statement from ibas++

Caption: Month Wise Income tax deduction Certificate/ July 2021 to June 2022 Income tax Certificate

How to collect income tax Deduction certificate 2021-22

  1. প্রথমে আপনি আইবাস++ এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
  2. একদম নিচে Pay Bill Reports এ ক্লিক করলে ডান পাশে একটি ড্যাসবোর্ড আসবে সেখান থেকে My Income Tax Statement সিলেক্ট করুন এবং অর্থ বছর ২০২১-২২ সিলেক্ট করুন।
  3. নিচের Run Report এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ
  4. প্রিন্ট করে ব্যবহার করুন।

কর্মচারীদের ক্ষেত্রে কিভাবে আয়কর কর্তন সনদ সংগ্রহ করবো?

সরকারি কর্মচারীদের বেতন হতে কর্তিত আয়কর এখনও আইবাস++ হতে ট্যাক্স সার্টিফিকেট বের করার সুযোগ নেই। কর্মচরীদের ক্ষেত্রে হিসাব রক্ষণ অফিসে একটি ফর্ম পূরণ করে ডিডিও’র স্বাক্ষর নিয়ে প্রেরণ করতে হবে। হিসাবরক্ষণ সেটি প্রতিপাদন করে দিলে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এজি অফিসে আয়কর হিসাবে কর্তনকৃত অর্থের বাৎসরিক হিসাব প্রতিপাদন করে আনতে নিম্নের ফরমটি প্রয়োজন পড়বে। সেখানে আপনি নিজের নাম লিখতে হবে। নিজ অফিসের ঠিকানা লিখতে হবে। পদবী । টিআইএন নম্বর। প্রতি মাসে কর্তনকৃত টাকার বিবরণ লিখতে হবে। নমুনা ফর্ম সংগ্রহ করুন

https://bdservicerules.info/%E0%A6%86%E0%A7%9F%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0/