গ্রামীনফোন বয়কট অনেকটা সুফল বয়ে এনেছে- অনেকেই অন্য অপারেটরে যাচ্ছিলেন শুধুমাত্র রিচার্জ মেয়াদ সর্বনিম্ন করার কারণেই– Grameenphone New Recharge Validity
নতুন মেয়াদ কবে থেকে কার্যকর? – জিপি তাদের রিচার্জ ভ্যালিডিটি ২ মে ২০২৪ হতেই কার্যকর করছে। এখন ২০ টাকা রিচার্জে ১০ দিন নয় বরং ৩৫ দিন মেয়াদ দিয়েছে জিপি কর্তৃপক্ষ এবং ১৫ টাকা রিচার্জে ৬৫ দিন মেয়াদ জারি করেছে। এছাড়াও ৩৯৫ দিন মেয়াদ পেতে ৩০০ টাকা রিচার্জ করুন।
প্রিপেইড ও পোস্ট পেইড দুটি ক্ষেত্রেই প্রযোজ্য? না। সমস্ত প্রিপেইড পরিষেবা শ্রেণীর জন্য যোগ্য (বিপিও পণ্য সহ)। পোস্টপেইড এবং স্কিটোর জন্য প্রযোজ্য নয়। “রিচার্জ” শব্দটি প্যাক কেনার জন্য প্রধান অ্যাকাউন্ট রিচার্জ এবং রিচার্জকে বোঝায়। অ্যাকাউন্টের বৈধতা মানে – প্রধান অ্যাকাউন্টের বৈধতা। অ্যাকাউন্টের মেয়াদ এক্সটেনশন প্যাক (৯৯৭ টাকা, ৩ বছরের অ্যাকাউন্টের মেয়াদ + ৬০০ মিনিট এবং ১৪৯৮ টাকা, ৫ বছরের অ্যাকাউন্টের মেয়াদ + ৯০০ মিনিট) বৈধতা অপরিবর্তিত থাকবে।
জিপি মেয়াদ শেষে রিচার্জ করলে ব্যালেন্স ভ্যানিশ? হ্যাঁ। ৬৫ দিনের মধ্যে আপনি যদি রিচার্জ না করেন তবে আপনার যা ব্যালেন্স থাকবে তা জিরো হয়ে যাবে। তাই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনাকে রিচার্জ করতে হবে তবেই পূর্বের ব্যালেন্স এর সাথে পরবর্তী রিচার্জকৃত টাকা যোগ হবে।
জিপি গ্রাহক ধরে রাখতে রিচার্জের মেয়াদ বৃদ্ধি করেছে / স্কিট্টো সিমের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর নয়
আজীবন মেয়াদ প্যাক বা ৩ বছর ৫ বছর মেয়াদী প্যাক গুলোর মেয়াদ কার্যকর থাকবে।
Caption: Check Now https://gpworld.co/rechargevalidity
জিপি ব্যালেন্স মেয়াদ বৃদ্ধি ২০২৪ । কত টাকা রিচার্জে কত দিন মেয়াদ দিচ্ছে গ্রামীনফোন?
- ২০ – ৪৯ টাকা রিচার্জে ৩৫ দিন মেয়াদ বৃদ্ধি পাবে।
- ৫০ – ১৪৯ টাকা রিচার্জে ৪৫ দিন মেয়াদ বৃদ্ধি পাবে
- ১৫০ – ২৯৯ টাকা রিচার্জে ৬৫ দিন মেয়াদ বৃদ্ধি পাবে
- ২৯৯ + টাকা রিচার্জে ৩৯৫ দিন মেয়াদ বৃদ্ধি পাবে
২০ টাকা এমবি কিনরেও কি ৩৫ দিন মেয়াদ?
হ্যাঁ। 20tk ট্রিগার প্যাক নতুন MA বৈধতার জন্যও প্রযোজ্য (35 দিন)। স্ক্র্যাচ কার্ডের বৈধতা অপরিবর্তিত থাকবে। অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য এবং শর্তাবলী AS-IS থাকবে। রিচার্জের মেয়াদ গণনা রিচার্জের দিন থেকে শুরু হয়। বিভিন্ন রিচার্জের মেয়াদ বিভিন্ন হয়ে থাকে। এছাড়া, ২ মে ২০২৪ ইং থেকে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জে মেয়াদ ৩৫ দিন! আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। কুইক লিংক: https://gpworld.co/rechargevalidity