ibas++ June (Pre) Pay Bill Submission । জুন মাসের বেতন বিল পরবর্তী অর্থ বছরের বাজেট হতে যাবে?
জুন June (pre) মাসের বেতন ভাতাদি পরবর্তী অর্থ বছর হতে কর্তন হবে – পরবর্তী বছরের বাজেট এখনও আসেনি তাতে কোন সমস্যা না যখন আসবে তখন June (Final) হয়ে কর্তন হবে – jun Salary from next Fiscal Year ibas++
২০২২-২৩ অর্থ বছরের বাজেট অবশিষ্ট রয়ে যাবে না? – না। প্রতি বছর ১২ মাসের বেতন ভাতাদি একক অর্থ বছর হতে পরিশোধ হয়। সে হিসেবে গত বছরের জুন মাসের বেতন বিল চলতি ২০২১-২২ অর্থ বছর হতে কর্তন হয়ে মে পর্যন্ত মোট ১২ মাসের বেতন পরিশোধ হয়েছে। তাই চলতি জুন মাসের বেতন ভাতাদি পরবর্তী বাজেট ২০২২-২৩ হতে পরিশোধ হবে। আপনি আইবাস++ হতে বাজেট শীট ডাউনলোড করে দেখুন আপনার পর্যাপ্ত বাজেট নাই। বকেয়া বিলের বরাদ্দ কি আইবাস++ এ দেখার কোনো সুযোগ আছে?
ভুল করে যদি ২০২২-২৩ অর্থ বছরে জুন মাসের বেতন বিল সাবমিট করি তাহলে? আপনি চাইলেও ২০২২-২৩ অর্থ বছর হতে জুন মাসের বেতন বিল দাখিল করতে পারবেন না কারণ জুন মাসের ২০২২-২৩ অর্থ বছর বিল দাখিল করলে তা জুলাই তে ইফেক্ট হবে তাই জুলাই/২৩ মাস Disable করে রাখা হয়েছে।
জুন মাসে উৎসব ভাতা দাখিল করলেও বাজেট থাকা সাপেক্ষে সেটি ২০২২-২৩ অর্থ বছর হতেই কর্তন হয়েছে। কিন্তু বেতন বিলে বাজেট না থাকলেও সেটি বিয়োজন দেখিয়ে ২০২৩-২৪ অর্থ বছর হতে কর্তন করা হবে। তাই নিশ্চিন্তে ২০২৩-২৪ অর্থ বছর একাউন্টিং ইয়ার এবং জুলাই/২৩ একাউন্টিং মাস সিলেক্ট করে বেতন বিল দাখিল করুন।
ibas++ Accounting month next fiscal year / June Pre Salary will be deducted from next Fiscal Year
বেতন ভাতাদি চলতি মাসে দাখিল করলেও যেহেতু পরবর্তী মাসে একাউন্টে ঢুকবে বা ট্রান্সমিট করা হবে তাই অর্থ বছর পরবর্তী হবে। যেমন: ২০২২-২৩ অর্থ বছরের জুন মাসের বেতন বিল ২০২৩-২৪ অর্থ বছর হতে যাবে। গত বছরও ২০২১-২২ অর্থ বছরের জুন মাসে বেতন ২০২২-২৩ অর্থ বছর থেকে গেছে। তাই ১১ বা ১৩ মাস নয়? প্রতিটি অর্থ বছর হতে ১২ মাসের বেতন ভাতাদি পরিশোধ হবে।
Caption: Fiscal Year of Salary 2022-23 এবং Fiscal Year of Accounting month 2023-24
How to submit salary June pre from ibas++ । কর্মচারীদের বেতন বিল দাখিল করার নিয়ম
- First Login to ibas++
- Goto budget execution> Employee Pay bill Entry
- Select Fiscal Year of Salary 2021-22
- Select Fiscal Year of Accounting month 2022-23
- Click Go and Save
- done
2023-24 অর্থ বছরে কি বাজেট থাকতে হবে?
বাজেট না থাকলেও বিল দাখিল হবে – ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট নাই বিধায় জুন প্রি হিসেবে বিল দাখিল হচ্ছে। যখন বাজেট আসবে তখন জুন ফাইনাল দেখিলে বাজেট বিয়োগ করা হবে। আপনার জুন মাসের বেতন বিল দাখিল করতে বাজেটের প্রয়োজন হবে। শুধুমাত্র বেতন ভাতাদি পরবর্তী অর্থ বছর হতে দেওয়া যাবে। উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন বা অন্য যে কোন আনুষাঙ্গিক বিল বাজেট আসলেই দাখিল করতে হবে। ধন্যবাদ
স্টাফ পে বিল সামারি এবং ডিটেইলস কপি প্রিন্ট অপশন এখন চালু রয়েছে। ২০২৩-২৪ অর্থ বছর যোগ হয়েছে তাই অনলাইন হতে Staff Summary and Details report ডাউনলোড ও প্রিন্ট করা যায়।
জুন মাসের বিল কোন বাজেট থেকে যাবে?
https://bdservicerules.info/%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A7%A8/
একজনের বেতন পাওনা ছিল এপ্রিল/২৩ মাসের উনাকে বেতন দিয়েছি জুলাই/২৩ মাসে এখন বেতন বিল কিভাবে প্রিন্ট করব
সাধারণত যেভাবে প্রিন্ট করতেন একইভাবে। রিপোর্টে গিয়ে তবে অর্থ বছর পূর্বেরটি সিলেক্ট করতে হবে।