আইবাস++ এ একজন সেল্ফ ড্রয়িং অফিসার বা একজন ডিডিও একাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে যে কোন সরকারি কর্মচারীর আইবাস++ একাউন্ট বা আইডি খোলার কোন সুযোগ নেই-একাউন্ট খোলার রিকুয়েস্ট পাঠিয়ে হিসাবরক্ষণ অফিস হতে অনুমোদন নিতে হয়-আইবাস++ এ একাউন্ট খোলার নিয়ম
ibas++ registration is very simple process. It was complication once, you have to go account office for it. Now You can complete via online self registration or ddo registration. ibas++ registration is very easy process. if You are a facebook user and if you register yourself in facebook then you are capable of ibas++ registration. Just Follow the instruction below. Monthly expense report from ibas++ । মাসিক খরচের বিবরণী তৈরি করুন নিমেষেই
আইবাস++ আইডি । একাউন্ট খোলার নিয়ম কি?
- তারপর Register Yourself এ ক্লিক করতে হবে।
- তারপর সুন্দর একটি ইউজার আইডি সিলেক্ট করতে হবে নিজের পছন্দ মত।
- পে ফিক্সেশনের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর সরবরাহ করতে হবে।
- পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।
- ইমেইল এড্রেস ব্যবহার করলে বিদেশে বসেও বেতন বিল দাখিল করা হয়।
- নিচের ক্যাপচাটি হুবহু টাইপ করতে হবে এবং বুঝা না গেলে Try another এ ক্লিক করে পরিবর্তন করে নিতে হবে। তারপর Register এ চাপুন। লেখা আসবে User Created Successfully
- মোবাইলে একটি Messege যাবে যেখানে ইউজার আইডি এবং একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া থাকবে।
- এরপর লগিন অপশন আসবে সেখানে মেসেজ এ আসা User ID and Password এবং ক্যাপচা টাইপ করে Login করবেন।
- Change Password অপশন এ মোবাইলে দেওয়া অটো পাসওয়ার্ডটি Existing Password এ বসাতে হবে।
- New Password and Confirm Password এ আপনার নিজের পছন্দমত পাসওয়ার্ড বসিয়ে Change এ চাপুন। মনে রাখতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এ একই শব্দ বা সংখ্যা লিখতে হবে হুবহু।
- ব্যাস আপনার কাজ শেষ বেতন বিল সাবমিট অপশন চলে আসবে সেখান থেকে আপনি বেতন বিল সাবমিট করবেন।
লক্ষণীয় বিষয়: Password খুবই সেনসেটিভ তাই Capital or Small letter হুবহু হতে হবে। ইউজার আইডি পছন্দের সময় খেয়াল রাখতে হবে সেটি যেন ইউনিক হয়। আরেকটি বিষয় শুধু অনলাইনে একাউন্ট খুলে বেতন বিল দাখিল করলেই হবে না। আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস এবং জাতীয় পরিচয়পত্রের কপি, চেক বইয়ের ফটোকপি সহ একটি সীটে সমস্ত চাহিত তথ্য পূরন করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে। GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৩
Self Registration is not hard, it is every easy. After Completion of Self Registration you have to fillup a form then have to send accounts office. After Approval of your data you can submit pay bill in ibas++. The form you have to submit account office ইএফটি সাইনআপ ফরম।
SDO Self Registration
Only Gezzetted govt employee can register himself. Non Gezetted Employee or Staff Can’t register here. On be half of Staff DDO will register himself. So if You are a Gezzetted officer you can register on ibas++ by online.
DDO Registration
Accounts officer গনের USER ID তে REPORT Menu এর মধ্যে একটি Management Report অপশন আছে ৷ এই Management Report অপশন এর মধ্যে DDO registration tracking report থেকে সংশ্লিষ্ট Pay Point এর সকল ডিডিও গনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ৷ যে সকল অফিসের DDO গন এখনও ডিডিও রোল পান নি বা ডিডিও রেজিষ্ট্রেশন হয় নি তারা সংশ্লিষ্ট Accounts office এ যোগাযোগ করে DDO রোলটি নিতে পারবেন ৷ Report এর Registration status এর মধ্যে যেই অফিসগুলি ” Y ” থাকবে সেই অফিসগুলির DDO রোল বা রেজিষ্ট্রেশন হয়েছে ৷ DDO রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজটি এখন আরও সহজ!
অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।
FAQ’s
১। যে কোন কর্মচারী কি নিজের বিল নিজে দাখিল করতে পারে?
উত্তর: না।
২। নিজের বেতন নিজে তুলতে কি গেজেটেড কর্মচারী হতে হয়?
উত্তর: হ্যাঁ। সেল্ফ ড্রয়িং অফিসার বা কর্মচারী হতে হবে। নন-গেজেটেডগণ ডিডিও’র মাধ্যমে বেতন ভাতাদি পাবেন।
Tag: ibas++2, ibas++ gpf, ibas++ festival, ibas++ salary, ibas++ helpline, ibas++ login, ibas++ pay fixation, ibas++ new, ibas++ self registration, ibas++ account, ibas++ account opening, ibas++ application form, ibas++ app download, ibas++ account registration, ibas++ all form, ibas++ user account, ibas++ salary account, ibas bd, ibas++ beton, ibas baton bill submission 2020, ibas betting, ibis bird
ibas++ gpf । অনলাইনে জিপিএফ তথ্য দেখুন।
2 comments