Payfixation gov bd
Payfixation gov bd – Fixation for government officials only – Payfixation
মনে রাখা প্রয়ােজন যে– একবার বেতন নির্ধারণ বিবরণী দাখিল করা হলে দ্বিতীয়বার তা’ দাখিল করা যাবে না। দাখিলকৃত বিবরণীতে কোন ভুল থাকলে তা সংশােধনের জন্য আপনাকে হিসাবরক্ষণ অফিসের সহায়তা গ্রহণ করতে হবে।
বেতন নির্ধারণ তথ্যাদির এন্টি স্ক্রিন সতর্কতা: সর্বোচ্চ সতর্কতার সাথে ধীরস্থিরভাবে বেতন নির্ধারণ ফরমের নির্ধারিত স্থানে সঠিক তথ্য এন্ট্রি দিতে হবে। মনে রাখতে হবে, এখানে আপনি বেতন সংক্রান্ত যে তথ্যাদি এন্ট্রি দিচ্ছেন কেবল তার উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারিত হবে না, হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত আপনার বেতন সংক্রান্ত তথ্যাদি অথবা সার্ভিস বইয়ের সাথে যাচাই করে সঠিক পাওয়া গেলেই আপনার বেতন নির্ধারণ চূড়ান্ত করা হবে।
কোন ভুল তথ্য দেয়া হলে আপনার বেতন নির্ধারণী বিবরণী প্রতিপাদন বিলম্বিত হবে| বেতন নির্ধারণী ছক পূরণ শেষ হলে তা অনলাইনে দাখিলের পূর্বে পুনরায় এন্ট্রিকৃত তথ্যাদি ভালােভাবে যাচাই করে নিতে হবে।
Payfixation gov bd / Pay fixation for staff only
Pay fixation is made when basic is being changed like promotion, higher scale and others purpose.
Caption: Payfixation Login Page / Payfixation.gov.bd
ফিক্সেশনের জন্য কিভাবে লগইন করবেন
- জাতীয় পরিচয়পত্র নম্বর: এই ঘরে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি লিখুন।
- যে সকল কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের বেতন নির্ধারণ প্রক্রিয়াকরণের পূর্বেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে হবে।
- জন্ম তারিখ : এখানে নির্ধারিত ঘরে জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত জন্ম তারিখ লিখুন।
- ১ম বক্সে জন্মের তারিখ (২ডিজিট)
- ২য় বক্সে জন্মের মাস (২ ডিটি) এবং
- ৩য় বক্সে জন্মের বছর (৪ ডিজিট) লিখতে হবে।
- উল্লেখ্য যাঁদের পরিচয়পত্রের জন্ম তারিখ চাকুরির রেকর্ডে প্রদত্ত জন্ম তারিখ হতে ভিন্ন,
- তাঁদের বেতন নির্ধারণের পূর্বে জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে সংশােধন করতে হবে।
- অন্যথায়, বেতন নির্ধারণী বিবরণী প্রতিপাদন সম্পন্ন হবে না।
- ক্যাপচা : বাম পাশে প্রদর্শিত বর্ণগুলাে (ক্যাপচা, captcha) এই ঘরে/বক্সে লিখুন
- প্রবেশ করুন: “প্রবেশ করুন” বাটনটিতে ক্লিক করুন।
পে ফিক্সেশনের সময় কোন বিষয়টি খেয়াল রাখতে হবে?
প্রথম চেষ্টায় সিস্টেমে লগইন করতে না পারলে পূনরায় চেষ্টা করুন। কারন একই সাথে অনেকে লগইন করার চেষ্টা করলে কিছু সমস্যা হতে পারে।
পে ফিক্সেশন সংক্রান্ত তথ্য সূত্র: ডাউনলোড