সঞ্চয়পত্র রিনিউ নিয়ে নতুন নির্দেশনা ২০২৫ । আপনার সবগুলো সঞ্চয়পত্র পুন:বিনিয়োগ সুবিধা কিভাবে চালু করবেন?
সঞ্চয়পত্র সংক্রান্ত সেবায় গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বিদ্যমান জটিলতা নিরসনে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী সব সঞ্চয়পত্র ‘অটোরিনিউ’ হওয়ার কথা থাকলেও সফটওয়্যার ও সার্ভার জটিলতার কারণে বাস্তবে তা হচ্ছে না। ফলে মেয়াদ শেষে সঞ্চয়পত্রের মূল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়ে যাচ্ছে। এছাড়া, ব্যাংক হিসাব পরিবর্তন সংক্রান্ত কাজও সহজ করা হয়েছে।
গ্রাহকদের জানানো হয়েছে, অটোরিনিউ জটিলতা এড়াতে এখন থেকে গ্রাহককে তার সঞ্চয়পত্র রিনিউ করার জন্য মেয়াদপূর্তির অন্তত এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট ইস্যু অফিসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
সঞ্চয়পত্র রিনিউয়ের জন্য যা লাগবে:
যে সকল গ্রাহক মেয়াদপূর্তির পর তাদের সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ (রিনিউ) করতে চান, তাদের নিম্নোক্ত কাগজপত্রাদিসহ সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করতে হবে:
১. সংযুক্ত ফরম্যাট অনুযায়ী পূরণকৃত আবেদন ফরম (ফরমে “ইস্যুকারী কর্মকর্তা” এর পরে সংশ্লিষ্ট ইস্যু অফিসের নাম লিখতে হবে)। ২. গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (NID Smart Card) ফটোকপি। ৩. বিদ্যমান সঞ্চয়পত্র সার্টিফিকেট(সমূহ) এর ফটোকপি। ৪. সর্বশেষ অর্থবছরের রিটার্ন জমার প্রত্যয়নপত্রের ফটোকপি।
বিশেষ নোট: সকল কাগজপত্র দুই সেট করে জমা দিয়ে এক সেট গ্রাহক সংশ্লিষ্ট অফিস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসের সীলসহ রিসিভ করে নিজ দায়িত্বে সংগ্রহে রাখবেন।
ব্যাংক হিসাব পরিবর্তন প্রক্রিয়া সহজীকরণ:
বিভিন্ন প্রয়োজনে যারা সঞ্চয়পত্রে প্রদত্ত ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে চান, তাদের জন্য প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। এতদিন এই কাজটি জাতীয় সঞ্চয় অধিদপ্তর সম্পন্ন করলেও এখন থেকে সংশ্লিষ্ট ইস্যু অফিস নিজেরাই এই কাজটি করতে পারবে।
গ্রাহকদেরকে সশরীরে ইস্যু অফিসে উপস্থিত হয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইস্যু অফিস থেকে গ্রাহকের প্রদত্ত মোবাইল নাম্বারে ০৬ সংখ্যার একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। গ্রাহককে সেই ওটিপি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রদান করে ব্যাংক একাউন্ট পরিবর্তনের কাজ সম্পন্ন করতে হবে।
ব্যাংক একাউন্ট পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. পূরণকৃত আবেদন ফরম। ২. গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩. সঞ্চয়পত্র সার্টিফিকেট(সমূহ) এর ফটোকপি। ৪. আবেদনকৃত ব্যাংক হিসাবের চেকের ফটোকপি (MICR চেক, যাতে ব্যাংক একাউন্ট, রাউটিং নাম্বার এবং একাউন্ট হোল্ডারের নাম উল্লেখ থাকে)। * একক নামে কেনা সঞ্চয়পত্রের জন্য একক ব্যাংক হিসাবের চেক এবং যৌথ নামে কেনা সঞ্চয়পত্রের জন্য যৌথ হিসাবের চেক লাগবে। * মৃত ক্রেতার ক্ষেত্রে নমিনি দুইজন হলে তাদের যৌথ হিসাবের চেক লাগবে। ৫. গ্রাহকের পূর্বের ব্যাংক হিসাবে কোনো আইনি জটিলতা নেই মর্মে পূর্বের ব্যাংক থেকে প্রদত্ত ছাড়পত্রের ফটোকপি।
গুরুত্বপূর্ণ নোট: কোনো সঞ্চয়পত্রের ব্যাংক হিসাব সর্বোচ্চ ০২ বার পরিবর্তন করা যাবে, এর বেশি নয়। সকল কাগজপত্র দুই সেট করে জমা দিয়ে এক সেট গ্রাহক সংশ্লিষ্ট অফিস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসের সীলসহ রিসিভ করে নিজ দায়িত্বে সংগ্রহে রাখবেন।
মুনাফা জটিলতা নিরসনে কাজ চলছে:
এদিকে, গত ২৯, ৩০, ৩১ এবং ০২ তারিখে ইস্যু হওয়া সঞ্চয়পত্রসমূহের মুনাফার টাকা সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার জটিলতার কারণে আটকে আছে বলে জানা গেছে। অধিদপ্তর সমস্যা সমাধানের ব্যাপারে কাজ করছে এবং আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। গ্রাহকদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হয়েছে।
সঞ্চয়পত্র রিনিউ এবং ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জটিলতা এড়াতে গ্রাহকদেরকে যথাযথ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সঞ্চয়পত্র রিনিউ ফরম পিডিএফ ফরম ডাউনলোড লিংক
ফরম
- নতুন বাড়ী ভাড়া ও বিদ্যমান বাড়ী ভাড়া নবায়নের তথ্য ছক
- জিপিএফ চূড়ান্ত হিসাব ফরম নং-৬৬৩
- অভিসগৃহ ভাড়া ও ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রেরণের ছক
- পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদনপত্র
- পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ফরম
- ওয়েজ আর্নার উন্নয়ন বন্ড ক্রয় ফরম
- সঞ্চয়বন্ড ক্রয়ের আবেদন ফরম
- পারিবারিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম
- প্রাপ্ত আনুতোশিক ও ভবিষ্য তহবিলের সনদপত্র
- মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড কেনার জন্য আবেদন
- মার্কিন ডলার বিনিয়োগ বন্ড ক্রয়ের জন্য আবেদনপত্র