Sonali E-wallet এ সকল ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জ বিহীন!

সোনালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা। Sonali e wallet এখন আপনার হাতের মুঠোয়, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং এর এক অভূতপূর্ব সমন্বয় Sonali E-wallet ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিন্তে সকল ধরনের লেনদেন করুন।

Sonali E Wallet এর সেবা সমূহ:

১। সোনালী ব্যাংকের যে কোন হিসাবে মুহুর্তের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

২। বাংলাদেশের যে কোন ব্যাংকের হিসাবে BEFTN  এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

৩। মোবাইল রিটার্জ করা যায়।

৪। ইউটিলিটি বিল (বিদ্যুৎ পানি) প্রদান করা যায়।

৫। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যায়।

৬। সোনালী ব্যাংকের যে কোন ডিপোজিট স্কিমের কিস্তি প্রদান করা যায়।

৭। ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

৮। একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখা যায়।

এছাড়া প্রতিটি লেনদেনের ক্ষেত্রে OTP (One Time Password) প্রেরণ করা হয়। অর্থাৎ Sonali ewallet  এ প্রতিটি লেনদেনই শতভাগ ঝুকিঁ মুক্ত ও সম্পূর্ণ নিরাপদ। তাই আজই আপনার হিসাবের অনুকুলে Sonali e wallet সার্ভিসটি চালু করুন।

App Download পদ্ধতি কি?

আপনার মোবাইল ফোনের Google play store (for Android) অথবা Apple Store (for ios) থেকে Download করে Install করুন Sonali ewallet apps, আর উপভোগ করুন সোনালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা।

 

Sonali E-wallet এ সকল ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জ বিহীন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *