কৃষি পন্য কেনাবেচার সরকারি মোবাইল অ্যাপ “সদাই” এ উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হোন এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। নিবন্ধন করতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Sadai Uddokta. বিস্তারিত জানতে Dam.portal.gov.bd ভিজিট করুন।
সাদাই উদ্দোক্তা সদাইয়ের বণিক অ্যাপ। সদাই কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) ডিজিটাল বাজার। বণিকরা তাদের মুদি পণ্য যুক্ত করতে পারে, এই অ্যাপ্লিকেশন থেকে মূল্য নির্ধারণ করতে পারে।
Sadai Uddokta অ্যাপটির মাধ্যমে আপনি আপনার কৃষি পন্য পাইকারের নিকট ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। এই অ্যাপে নির্ধারিত মূল্যে বনিকগণ তাদের পন্য ক্রয় করবেন।
যোগাযোগ : অফিস সময়ে ০২-৫৫০২৮৪৪৭
বাস্তবায়নে: কৃষি বিপণন অধিদপ্তর, সার্বিক সহযোগিতায়: কৃষি মন্ত্রণালয়।
সূত্র: কৃষি বিপণন অধিদপ্তর