জমজ সন্তানের নিবন্ধন করার নিয়ম ২০২৪ । জন্ম নিবন্ধন সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর। - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

Birth Certificate Info

জমজ সন্তানের নিবন্ধন করার নিয়ম ২০২৪ । জন্ম নিবন্ধন সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর।

এখন বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ব্যবহার বাড়ছে। তাই জন্ম নিবন্ধন করা না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন করে নিন। জন্ম নিবন্ধন অনলাইনেও করা যায়। তবে তা অবশ্যই স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক ভেরিফাই করাতে হয়। জন্ম নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আপনি নিচে পেয়ে যাবেন।

১। জন্মের ৪৫ দিনের মধ্যে কিংবা পরবর্তী সময়েও নিবন্ধন করতে অনেক সময় পিতা মাতার জন্ম নিবন্ধন পাওয়া যায় না, করণীয় কী?

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্ম নিবন্ধন সকলের জন্য ব্যধ্যতামূলক (ধারা ৫(১), ৬ক এবং ৮(১)) । আইনের এ নির্দেশনা কেউ না মানলে তিনি আইন লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবেন এবং অনধিক ৫০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হতে পারেন। তাছাড়া, এখন বিদ্যালয়ে ভর্তি, চাকরিতে নিয়োগ, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্রসহ ১৯ টি ক্ষেত্রে জন্ম সনদ আবশ্যক। আবার জন্ম নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা যাবে না। মৃত্যু নিবন্ধন না হলে উত্তরাধিকার নিশ্চিত করা যাবে না। জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে । নাগরিকের টিকা কার্ডের বিকল্প কি?

বিষয়টি এভাবে বুঝিয়ে বললে সংশ্লিষ্ট ব্যক্তি জন্ম নিবন্ধনে আগ্রহী হবেন। সন্তানের জন্ম নিবন্ধনের সঙ্গে পিতা মাতার জন্ম নিবন্ধন অপেক্ষাকৃত সহজ। কারণ সন্তানের জন্ম নিবন্ধনের জন্য যে তথ্যাদি/রেকর্ডপত্র প্রয়োজন তার সঙ্গে পিতামাতার শুধু বয়স প্রমাণের রেকর্ড (এনআইডি বা শিক্ষা সনদ) যোগ করলেই অতি সহজে তাদের জন্ম নিবন্ধন করা সম্ভব। বিষয়টিকে সমস্যা হিসাবে না দেখে ‘সুযোগ’ হিসাবে দেখা যেতে পারে।

তাছাড়া, জন্ম-মৃত্যু নিবন্ধনের শুদ্ধ ডাটাব্যাজের জন্য ‘ফ্যামিলি ট্রি’ আন্তর্জাতিকভাবে গৃহীত একটি উত্তম চর্চা। বাংলাদেশ এটি গ্রহণ করেছে। এই পদ্ধতিতে সন্তানের জন্ম নিবন্ধনের সঙ্গে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে একটি পারিবারিক কাঠামো তৈরি করা হয়, যাতে পিতা-মাতার সন্তানের সংখ্যা এবং তাদের ক্রমিক নম্বর জানা যায়। এর মাধমে উত্তরাধিকার নিশ্চিত হয় এবং অনৈতিকভাবে বয়স বা অন্যান্য তথ্য পরিবর্তনের প্রবণতা রোধ করা সম্ভব হয়। এই পদ্ধতি বাংলাদেশে ভবিষ্যতে ‘পপুলেশন রেজিস্টার’ প্রণয়নে সহায়ক হবে। এ পরিপ্রেক্ষিতে নাগরিককে বিষয়টি ভালভাবে বুঝিয়ে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে নিবন্ধন করিয়ে নিতে হবে। Online birth certificate check ২০২২ । যেভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন

২। ম্যানুয়াল জন্ম নিবন্ধন,যেগুলি এখনও অনলাইনে করা হয়নি-এগুলির বিষয়ে করণীয় কী?

ম্যানুয়াল জন্ম নিবন্ধনসমূহ অনলাইনে অন্তর্ভুক্তির জন্য অনেকবার সময় দেওয়া হয়েছে। অনলাইন বহির্ভুত এই সকল জন্ম নিবন্ধন এখন হুবহু একই জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে অন্তর্ভুক্তির সুযোগ নাই। এখন ম্যানুয়াল জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে অনলাইন নিবন্ধন করা যাবে। তবে জন্ম নিবন্ধন নম্বরটি পরিবর্তিত হবে। এতে অবশ্য সংশ্লিষ্ট নাগরিকের কোন ক্ষতি বা অসুবিধা হবে না। অনলাইন জন্ম নিবন্ধন ২০২২ । শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন

৩। পূর্বের সফটওয়্যারে সংশোধিত কোন তথ্য BDRIS সফটওয়্যারে পাওয়া না গেলে কী করতে হবে?

ইতঃপূর্বে সংশোধিত কোন তথ্য BDRIS সফটওয়্যারে পাওয়া না গেলে এই সকল সংশোধনের একটি বিস্তারিত তালিকা নির্বাহী অফিসার/ডিডিএলজির মাধ্যমে রেজিস্ট্রার জেনারেল-এর কার্যালয়ে প্রেরণ করা হলে তা হালনাগাদ করে দেওয়া হবে।

৪। পূর্বের যে সকল জন্ম-মৃত্যু নিবন্ধন শুধু বাংলায় আছে সেগুলি কীভাবে ইংরেজিতে করা হবে?

সফটওয়্যারে কোন তথ্য সংযোজন বা বিয়োজন সংশোধন হিসাবে গণ্য হবে। নিবন্ধনের ক্ষেত্রে প্রথমেই তা উভয় ভাষায় করা প্রয়োজন ছিল। ইংরেজিতে না থাকায় তা এখন সংযোজন করতে গেলে তাও সংশোধন হিসাবে গণ্য হবে এবং তা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮-এর ১৫ বিধি অনুযায়ী সংশোধন করতে হবে।

৫। জমজ সন্তানের জন্ম নিবন্ধন কীভাবে করা হবে?

জমজ সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে একের পর এক আবেদন করে পরে নিবন্ধন করতে হবে। (একটি নিবন্ধন সমাপ্ত করে অপর আবেদনটি করলে সমস্যা হবে।) জন্ম নিবন্ধন সংশোধন ২০২২ । জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ?

৬। ১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নম্বর কিভাবে ১৭ ডিজিটে উন্নীত করা যাবে?

১৭ ডিজিটের কম ব্যপন নম্বর হলে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে পুরাতন সনদ জমা প্রদান করে ১৭ ডিজিট ব্যপন নম্বর সম্বলিত সনদ নেয়া যাবে।

৭। বিবাহিত নারীর জন্ম নিবন্ধন-এ স্বামীর নাম লিখা যাবে কি বা তার স্থায়ী ঠিকানা কীভাবে লিখতে হবে?

যে কোন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা ও মাতার নাম লিখতে হবে। কোন অবস্থাতে স্বামীর নাম লেখার সুযোগ নাই। বিবাহিত মহিলার স্থায়ী ঠিকানা বিবাহের পূর্বে যে ঠিকানা ছিল সেটি লিখতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা । ভুল তথ্য প্রদানে জন্ম নিবন্ধন দন্ডনীয় অপরাধ

৮। বাংলা ও ইংরেজী সনদ একসাথে প্রদান করা যাবে কিনা?

বাংলা ও ইংরেজী সনদ একসাথে প্রদান করা যাবে। প্রয়োজনে কাগজের একপিঠে বাংলা ও অপরপিঠে ইংরেজী সনদ প্রদান করা যাবে।

নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যা যা লাগবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন পুন:নির্ধারিত ফিস।

FAQ’s

প্রশ্ন: পিতা মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি নম্বর ছাড়াই নাকি সন্তানের জন্ম নিবন্ধন করা যায়?

উত্তর: হ্যাঁ যায়। জন্ম নিবন্ধনে এই আইনটি শিথিল করা হয়েছে।

প্রশ্ন: জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কি অতিরিক্ত ফি দিতে হয়?

উত্তর: না। সরকার নির্ধারিত ফি ছাড়া আর কোন ফি প্রদান করবেন না।

https://technicalalamin.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/

2 thoughts on “জমজ সন্তানের নিবন্ধন করার নিয়ম ২০২৪ । জন্ম নিবন্ধন সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *