GPF Excel Sheet Calculator । জিপিএফ মুনাফা বা সুদ হিসাব (নতুন নিয়মে)
জিপিএফ মুনাফা স্লাব ভিত্তিক করায় মুনাফার হিসাব – অধিক জিপিএফ জমার ক্ষেত্রে হিসাব হবে ৩ ধাপে – জিপিএফ মুনাফা বা সুদ হিসাব ২০২৪
GPF Calucation 2024 – প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে।
পূর্ববর্তী বছরের জুলাই মাসে কর্তন পরিবর্তনের ক্ষেত্রে মুনাফা হিসাব
(ক) প্রারম্ভিক জমা ১৫ লক্ষ পর্যন্ত (সমাপনী জের = প্রারম্ভিক জের + জুন জমা+ মাসিক জমা* ১১+ (জের+ জুন জমা+ বাকী মাসিক জমা* ৫.৫)* ১৩%) সূত্রটি প্রয়োগ করতে হবে। উদাহরণ: প্রারম্ভিক জের ১২,০০,০০০ টাকা, জুন জমা ৫০০০ টাকা এবং অবশিষ্ট ১১ মাসে মাসিক জমার ৬০০০ টাকা। সমাপনী জের কত হবে? ১২,০০,০০০+ ৫০০০+ ৬০০০*১১+ (১২,০০,০০০+৫০০০+৬৬০০০*৫.৫) *১৩% = ১৪,২৭,৫০৭.৬৫ টাকা।
(খ) ১৫ লক্ষ টাকার অধিক জমার ক্ষেত্রে মুনাফা বের করার সূত্র: সমাপনী জের= প্রারম্ভিক জের + জুন জমা + মাসিক জমা×১১ + ১৫ লক্ষ × ১৩% + (অবশিষ্ট জের + জুন জমা + মাসিক জমা × ৫.৫) × ১২% । ibas++ GPF Calculator । হিসাবরক্ষণ অফিস অনলাইন যে জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করে
(গ) ৩০ লক্ষ টাকার অধিক জমার ক্ষেত্রে ৩য় স্লাবে মুনাফা হিসাব করার সূত্র: সমাপনী জের = প্রারম্ভিক জের + জুন জমা + মাসিক জমা ×১১ + ১৫ লক্ষ × ১৩% + ১৫ লক্ষ × ১২% + ( অবশিষ্ট জের + জুন জমা + মাসিক জমা × ৫.৫) × ১১%
জিপিএফ মুনাফা হিসাব / স্লাবভিত্তিক জিপিএফ মুনাফা বা সুদের হিসাব করুন নিজে নিজেই।
যদি কারণ জিপিএফ ৩৫ লাখ অতিক্রম করে এবং প্রারম্ভিক জের ৩৩ লক্ষ ৮০ হাজার হয় এবং চাঁদা ১ লক্ষ ২০ হাজার জমা হয় তবে প্রথম ১৫ লক্ষ ভলিয়ম বা স্ল্যাবের উপর ১৩% মুনাফা এবং দ্বিতীয় স্ল্যাব বা ভলিয়ম ১৫ লক্ষ অর্থাৎ ৩০ লক্ষ পর্যন্ত ১২% এবং তৃতীয় স্ল্যাব বা ভলিয়ম ৩ লক্ষ ৮০ হাজারের উপর ১১% এবং প্রতিমাসে জমার উপর ক্রমপুঞ্জিভূত অর্থের উপর ১১% হার প্রযোজ্য হইবে।
Caption: GPF Profit calculation by new gpf profit rules । New Profit Calculation Structure
জুলাই মাসে চাঁদা পরিবর্তনকারীদের জিপিএফ মুনাফা হিসাব করার পদ্ধতি ২০২৪
- ধরি জামাল সাহেবের জিপিএফ হিসাবে ৩৫,০০,০০০ টাকা প্রারম্ভিক জের রয়েছে। জুন মাসে ১২ হাজার এবং পরবর্তী ১১ মাসে ১৫০০০ টাকা করে কর্তন করেন। সমাপনী জের নির্ণয় কর।
- যে সূত্র প্রয়োগ করতে হবে: সমাপনী জের = প্রারম্ভিক জের + জুন জমা + মাসিক জমা ×১১ + ১৫ লক্ষ × ১৩% + ১৫ লক্ষ × ১২% + ( অবশিষ্ট জের + জুন জমা + মাসিক জমা × ৫.৫) × ১১%
- সমাপনী জের = ৩৫,০০,০০০+ ১২০০০+ ১৫০০০×১১ +১৫,০০,০০০× ১৩%+ ১৫,০০,০০০ ×১২%+(৫,০০,০০০+ ১২০০০+ ১৫০০০* ৫.৫) × ১১%
- ৩৫,০০,০০০+২,১৮,০১০+১,৮০,০০০+১,৬২,০৮৫
- ৪০,৬০,০৯৫ টাকা সমাপনী জের।
যদি একই মাসে দুটি বেতন হয় তবে জিপিএফ চাঁদা তো দুটি জমা হবে সেক্ষেত্রে হিসাব কেমন হবে?
বর্তমান পে স্কেল এবং ভবিষ্যত সম্ভাব্য কর্তন বিবেচনায় আনলে দেখা যায় যে যদি কোন কর্মচারী বা কর্মকর্তা মূল বেতন হতে জিপিএফ এ নিয়মিত মুল বেতন হতে যদি কেহ ২৫% হারে চাঁদা প্রদান করেন অথবা ৩-৭ হাজার টাকা চাকরিজীবনে কর্তন করে তবে তিনি ২৫-২৭ বছর পরে জিপিএফ থেকে ১ (এক) কোটি টাকা পর্যন্ত মুনাফা সহ আসল পাবেন। মোট কথা জিপিএফ থেকে আপনি কোটি টাকা পেতে পারেন। আপনি ৩-৭ হাজার টাকা চাকরি জীবন যদি ব্যাংক জমাও রাখেন তবুও ব্যাংক আপনাকে কোটি টাকা দিতে পারবেন না। তাই অতি প্রয়োজন ছাড়া জিপিএফ অগ্রিম গ্রহন না করাই শ্রেয়।
জিপিএফ হিসাবের এক্সেল শীটে হবে?- জি প্রথমে আপনি আইবাস++ হতে জিপিএফ স্লিপ এবং জিপিএফ সাব লেজার বের করে নিন। এটি কেবল ডিডিও আইডি হতে বের করা যাবে। আপনি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ বের করতে পারলেও জিপিএফ সাব লেজার বের করতে পারবেন না। তাই ডিডিও কর্তৃক জিপিএফ সাবলেজার সংগ্রহ করুন। অতপর এক্সেল শিটে চাঁদা এন্ট্রি করুন হিসাব অটো বের হবে। এক্সেল শীট ডাউনলোড
GPF । জিপিএফ মুনাফা বা সুদ হিসাব (নতুন নিয়মে): ডাউনলোড
https://technicalalamin.com/gpf-calculation-excel-sheet-%e0%a5%a4-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa/