অনলাইন আবেদন করেই রিপ্লে পেতে তারাহুরা করবেন না – NID সংশােধন একটি পর্যায়ক্রমিক (Step by step) প্রক্রিয়া। প্রতিটি পর্যায়ে (Step) আবেদনকারীকে SMS দেয়া হয়। সংশােধনের ধরণ এবং ডকুমেন্টের (দলিলাদি/কাগজপত্র) প্রয়ােজনীয়তার উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২৪

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যাতিত অন্য কোন কর্মচারী/কম্পিউটার দোকানদারের পক্ষে সংশােধনসহ কোন ধরণের NID’র আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়। ১১৫/২৩০/৩৪৫ টাকা (আবেদনের ধরণের উপর নির্ভর করে) সরকারি খরচ (bkash/Rocket) দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট (দলিলাদি)/কাগজপত্রসহ অনলাইনে (Services.nidw.gov.bd) আবেদন করুন।

মনে রাখবেন যে, আবেদন করা মানেই সংশােধন হয়ে যাওয়া নয়, সংশােধনের চূড়ান্ত অনুমােদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন অফিসে কোন আর্থিক লেনদেন হয় না অর্থাৎ নগদ কোন ফি জমা নেয়া হয়না। সকল প্রকার ফি ব্যাংকে/মােবাইল ব্যাংকিংয়ের (bkash/Rocket) মাধ্যমে জমা দিন। NID Correction and Re-issue Fee Calculator 2022 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন

এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করুন / ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি স্বশরীরে নির্বাচন কমিশন অফিসে ভিজিট করতে হবে।

কোন ক্ষেত্রে কত টাকা ফি গুনতে হয় জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে?

অনলাইনের জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন

Caption: NID Correction Process by ECS / NID Info help line 105 (From 9 to 5 Pm)

NID Services by Online । অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ধাপগুলো কি কি?

  1. Visit: services.nidw.gov.bd/nid-pub
  2. NID and Date of Birth Input দিন।
  3. ক্যাপচা এন্ট্রি করে সাবমিট এ ক্লিক করুন।
  4. বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এনআইডি অনুসারে দিন এবং পরবর্তী ক্লিক করুন।
  5. মোবাইল নম্বর দিয়ে বার্তা পাঠান এ ক্লিক করুন এবং যাচাইকরণ কোর্ড আসলে তা ইনপুট দিয়ে বহাল এ ক্লি করুন।
  6. মোবাইলে অ্যাপ ইনস্টল করে একাউন্ট রেজিস্টারের জন্য কিউআর টি স্ক্যান করে ফেস বা মূখমন্ডল ভেরিফাই করুন।
  7. এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করুন এবং পুনরায় লগিন করুন।
  8. ডাক কর্ণারে এডিট ক্লিক করে তথ্য সংশোধন সম্পন্ন করুন এবং বর্তমান এবং আপডেটেড তথ্য দেখুন ভাল করে।
  9. আবেদন ধরণ মোতাবেক এনআইডি নম্বর ব্যবহার করে বিকাশ থেকে ফি জমা দিন।
  10. জমা দিয়ে পুনরায় লগিন করুন  এবং আবেদনের ধরন এবং বিতরণের ধরন সিলেক্ট করে পরবর্তী ধাপে গিয়ে ডকুমেন্ট আপলোড করুন( যে তথ্যের জন্য যে ডকুমেন্ট সেটিই আপলোড করুন।
  11. পরবর্তী ধাপে গিয়ে পরিবর্তনগুলো নিশ্চিত হয়ে সাবমিট বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইন আবেদন সম্পন্ন করুন।

আবেদনের কত দিনের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন হয়?

ভাল প্রশ্ন! – অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি তারাহুরো করুন হবে না কারণ অসংখ্য অনলাইন আবেদন ম্যানুয়ালি যাচাই বাছাই করা হয় এবং কোন ডকুমেন্ট প্রয়োজন হলে মেসেজের মাধ্যমে চাওয়া হয়। ৭ দিন থেকে ২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আবেদনটি অনুমোদন হতে। তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন প্রক্রিয়া ২০২৪

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪ । অনলাইনেই কি ভোটার হওয়ার আবেদন করা যায়?